ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

ফিফা ফিউচুরো লেভেল থ্রি রেফারিং কোর্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১
ফিফা ফিউচুরো লেভেল থ্রি রেফারিং কোর্স

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র ব্যবস্থাপনায় ফিফা ফিউচুরো লেভেল থ্রি রেফারিজ ইন্সট্রাক্টর কোর্স শুরু হয়েছে ঢাকায়। এ কোর্সে অংশ নিচ্ছেন নয়টি দেশের পুরুষ ও মহিলা বিভাগের ৩৩ রেফারিজ ইন্সট্রাক্টর।



ইরান, মালদ্বীপ, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কার ৩০জন পুরুষ এবং তিনজন মহিলা রেফারিজ ইন্সট্রাক্টর এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।

সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, কিরঘিজিস্তান, শ্রীলঙ্কা ও ইরান থেকে সাতজন ফিফা অফিসিয়াল কোর্স পরিচালনা করবেন। লেভেল থ্রি ইন্সট্রাক্টর কোর্স পরিচালনার প্রধান ইন্সট্রাক্টর হিসেবে থাকবেন ফিফা আরডিও মুহসিন আরিফ।

রোবাবার রাজধানীর একটি হোটেলে রেফারিং ইন্সট্রাক্টর কোর্সের উদ্বোধন করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।