ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

হন্ডুরাসের বিপক্ষে আত্মবিশ্বাসী স্পেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জুন ২০, ২০১০

ঢাকা: দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অঘটনের প্রথম শিকার ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ফেভারিট হিসেবে খেলতে নেমে সুইজারল্যান্ডের কাছে হেরে বসে।

পরজয়ের জ্বালা বুকে চেপে সোমবার নতুন করে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে ভিসেন্ত দেল বস্কের দল।

গ্রুপ ‘এইচ’এর ম্যাচটি হবে জোহানেসবার্গের এলিস পার্কে বাংলাদেশ সময় রাত সাড়ে বারটায়।

হন্ডুরাসের বিপক্ষেই নিজেদের ফিরে পেতে চায় শিরোপার অন্যতম দাবিদাররা। আগের হারই যেন দুর্দান্ত পারফরমেন্সে ফিরিয়ে আনবে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরাদের। অতীত থেকেও সাহস কুড়োচ্ছে স্পেন।

শুরুটা খারাপ করেও বিশ্বকাপ শিরোপা জয়ের নজির আছে অনেক। অতীত রেকর্ডই সাহস যোগাচ্ছে দেল বস্কের শীষ্যদের। ডিফেন্ডার রাউল অ্যালবিওল বলেন,‘‘বিগত বিশ্বকাপগুলোর দিকে তাকালে আপনি দেখবেন হার দিয়ে শুরু করা দলগুলোই শেষে শিরোপা জেতে। ’’

এবারের বিশ্বকাপও বড় দলগুলো খুব একটা সুবিধা করতে পারছে না। ফেবারিট ফ্রান্স ও জার্মানি হেরেছে যথাক্রমে মেক্সিকো ও সার্বিয়ার বিপক্ষে। ইংল্যান্ড টানা দুই ম্যাচে ড্র করেছে যুক্তরাষ্ট্র ও দুর্বল আলজেরিয়ার সঙ্গে।

অ্যালবিওল বলেন,‘‘ফেভারিটরা সবসময়ে জিতবেই এমন নয়। তবে আগের হারটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই। সবাই সেখানে জানবাজি রেখে খেলে। ’’

স্পেনের বিশ্বকাপ ভাগ্য খুব একটা সুবিধার নয়। বরাবরই ফেভারিট থাকলেও শেষ পর্যন্ত খেই হারিয়ে ফেলে। ২০০৬ এর বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই দাপটের সঙ্গে জিতেছিল। কিন্তু দ্বিতীয় পর্বে ফ্রান্সের কাছে হেরে প্রতিযোগিতা থেকেই বিদায় নেয়।

অতীতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন,‘‘প্রথমেই হারাটা খারাপ। তারপরও মন্দের ভালো হচ্ছে- শেষে খারাপ করার চাইতে শুরুতে খারাপ করা। ’’

অন্যদিকে সুইসদের থেকে অনুপ্রেরণা খুঁজছে হন্ডুরাস। তাদেরও ইচ্ছে স্পেনকে অঘটনের শিকার বানানোর। যদিও আহত বাঘের মতই হন্ডুরাসের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইবে স্প্যানিশরা। হন্ডুরাসের কোচ রেইনালদো রুয়েদা’র বিষয়টি ভালই জানা।

রুয়েদা বলেন,‘‘এমন খেলাগুলো মাঝে মাঝেই হয়। যেমনটি স্পেন গত বছর যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে। যদিও তারা বিশ্বের সবচাইতে শক্তিশালী দল। কিন্তু আমরা কাউকেই ভয় করি না। ’’

স্পেন সম্ভাব্য একাদশ: আইকার ক্যাসিয়াস, সার্গিও র‌্যামোস, জেরার্দ পিক, কার্লেস পুয়োল, হুয়ান ক্যাপদেভিলা, ডেভিড সিলভা, জাভি আলনসো, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, ফার্নান্দো তোরেস, ডেভিড ভিয়া।

হন্ডুরাস সম্ভাব্য একাদশ: নোয়েল ভ্যালাদারেস, সার্গিও মেন্দোজা, ওসমান শ্যাভেজ, মেইনর ফিগুয়েরোয়া, এমিলিও ইজাগুইরে, এডগার্ড আলভারেজ, উইলসন প্যালাসিওস, আমাদো গুয়েভারা, রজার এস্পিনোজা, কার্লোস পাভোন, র‌্যামন নুনেজ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫৭ ঘ. ২০ জুন, ২০১০
এএইচএস/এএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।