ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ড্র করে বাজে রেকর্ডে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
ড্র করে বাজে রেকর্ডে চেলসি ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া সত্বেও চলতি মৌসুমে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না চেলসি। একের পর এক বাজে পারফরম্যান্স এবার তাদের এক লজ্জাই দিল।

সব প্রতিযোগিতা মিলিয়ে ইতিহাসে প্রথমবার টানা তিন ম্যাচে গোলশূন্য ড্র দেখলো ব্লুজ খ্যাত দলটি। গতকাল ঘরের মাঠে লিচেস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

 

স্ট্যামফোর্ড ব্রিজে ২০১৫-১৬ চ্যাম্পিয়ন লিচেস্টারকে আতিথিয়েতা জানায় চেলসি। তবে বেশ কয়েকবার বড় সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা।  

ম্যাচের ৬৮তম মিনিটে বড় ধাক্কাটা খায় সফরকারী লিচেস্টার। পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েল। তবে বাকি সময়ে প্রতিপক্ষের একজন খেলোয়াড় কমে যাওয়ার সুবিধা নিতে পারেনি স্বাগতিকরা।

লিগে ২৩ ম্যাচে ১৪ জয় ও পাঁচ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। চেলসির সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।