ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় কাবাডি শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১

ঢাকা: জাতীয় স্কুল কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বুধবার মাঠে গড়িয়েছে। উদ্বোধনী দিনে বালক ও বালিকা বিভাগে ১৪টি খেলা হয়।



কাবাডি স্টেডিয়ামে খেলায় হায়দর আলী স্কুল এন্ড কলেজ ২টি লোনাসহ ৫৪-৪৮ পয়েন্টে আলী আহমদ স্কুল এন্ড কলেজকে, করাতিটোলা সিএমএস মেমোরিয়াল হাইস্কুল ৩টি লোনাসহ ৬৬-৪১ পয়েন্টে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজকে, শহীদ নবী উচ্চ বিদ্যালয় ৫টি লোনাসহ ৬৪-১৮ পয়েন্টে শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়কে এবং ঢাকা মডার্ন পাবলিক স্কুল ৪টি লোনাসহ ৪৭-৩৪ পয়েন্টে হারায় সান সাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলকে।

এছাড়া করাতিটোলা সিএমএস মেমোরিয়াল হাইস্কুল ৪টি লোনাসহ ৫৪-১২ পয়েন্টে আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়কে, হায়দর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৫টি লোনাসহ ৫২-১১ পয়েন্টে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজকে, টিএন্ডটি উচ্চ বিদ্যালয় ১টি লোনাসহ ৪১-৪০ পয়েন্টে সান সাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলকে এবং শহীদ নবী উচ্চ বিদ্যালয় ৩টি লোনাসহ ৪৫-১২ পয়েন্টে ঢাকা মডার্ন পাবলিক স্কুলকে পরাজিত করে।  

প্রতিযোগিতার বালিকা বিভাগে জেবি মেমোরিয়াল একাডেমী ৩টি লোনাসহ ৩২-৫ পয়েন্টে সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়কে, মানিকনগর মডেল হাইস্কুল ২টি লোনাসহ ৪০-২৯ পয়েন্টে মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ও ভিডিপি স্কুল ২টি লোনাসহ ৩৯-৩৭ পয়েন্টে বীর মুক্তিযোদ্ধা শহীদ হাফিজুর রহমান ওলী একাডেমীকে, মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ২টি লোনাসহ ৩৯-২৭ পয়েন্টে আগারগাঁও তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়কে, জেবি মেমোরিয়াল একাডেমী ২টি লোনাসহ ৩৭-৩১ পয়েন্টে মানিকনগর মডেল হাইস্কুলকে, আলী আহম্মদ স্কুল এন্ড কলেজ ৩টি লোনাসহ ৩৪-২১ পয়েন্টে টিএন্ডটি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

প্রতিযোগিতায় ছেলেদের ২০টি ও মেয়েদের অংশগ্রহণ করে ১০টি স্কুল।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।