ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

পাল্লা ভারী শেখ জামালের, আশা ছাড়ছে না মোহামেডান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১

ঢাকা: প্রথমবারের মতো আয়োজিত মহানগর মহিলা ফুটবল লিগের ফাইনালে শুক্রবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ও মোহামেডানের ম্যাচটি হবে বিকেল সাড়ে তিনটায়।

বাংলাদেশ টেলিভিশন খেলা সরাসরি সম্প্রচার করবে।

শেখ জামালকে ছায়া জাতীয় দল বলা যায়। দীর্ঘ সময় প্রস্তুতিও রয়েছে তাদের। মাস ছয়েক ধরে ক্যাম্প করছেন তৃষ্ণা, ফারজানা, নুবাইচিং, সাবিনা, অম্রাচিং, মিরোনা, পুতুল, রুপা, সুইনু চিং, মলিরা। প্রস্তুতির দিক দিয়ে যথেষ্ঠ এগিয়ে তারা।

জামালের তুলনায় মোহামেডানের প্রস্তুতি অন্যান্য ছোট দলগুলোর মতই। ঘাটতি রয়েছে ম্যাচ প্র্যাকটিসেরও। ম্যাচের আগে বাফুফে ভবনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাদা-কালো কোচ পনিরুজ্জামান বলেন, “ক্লাবের নির্বাচন প্রক্রিয়ার কারণে দল গোছাতে দেরি করায় ক্যাম্প শুরু হয়েছে বিলম্বে। গ্রুপ থেকে দুটি দল নাম প্রত্যাহার করায় ম্যাচও কমে গেছে। আমার খ্বু ইচ্ছে ছিলো গ্রুপ পর্বে তিনটা ম্যাচ খেলার। কিন্তু সে সুযোগ পাইনি। এ দিক দিয়ে শেখ জামাল অনেক এগিয়ে। ”

গ্রুপ পর্ব তো বটে সেমিফাইনালেও প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে শেখ জামাল। চার ম্যাচে ৫৪টি গোল করেছে ধানমন্ডির ক্লাবটি। আর একাই ২৪টি গোল করেছেন ফরোয়ার্ড সাবিনা। টুর্নামেন্টে ছয় হ্যাটট্রিক করেন এই স্ট্রাইকার।

জামালের অধিনায়ক তৃষ্ণা চাকমা বলেন,“শক্তিতে আমরা নিশ্চিতভাবে এগিয়ে। তবে প্রতিপক্ষ যতোই শক্তিশালী হোক মোহামেডানও ছেড়ে কথা বলবে না। ”

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।