ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

খেলা

শ্রীলঙ্কায় প্রমীলা ক্রিকেটারদের টানা দ্বিতীয় পরাজয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১
শ্রীলঙ্কায় প্রমীলা ক্রিকেটারদের টানা দ্বিতীয় পরাজয়

ঢাকা: বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচ খেলতে ভারত হয়ে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। লঙ্কান জাতীয় দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে একটিতেও জয় দেখেনি।

প্রথম ম্যাচে ৮২ রানে আর দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে হেরেছে।

বৃহস্পতিবার ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ১৮৮ রানে অল-আউট হয় বাংলাদেশ দল। ৪৯.১ ওভার পর্যন্ত ব্যাট করতে পারে তারা। অধিনায়ক সালমা খাতুন ৫৬, লতা মন্ডল ৪১ এবং আয়শা আক্তার ২৪ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে শশিকালা শ্রীবর্ধনে তিনটি এবং শেরিনা রবিকুমার দুটি উইকেট নেন।

প্রথম ম্যাচের চেয়ে ব্যাটেবলের লড়াই ভালো হয়েছে দ্বিতীয় ম্যাচে। বোলিংয়ে সালমা, শুকতারা, পান্নারা ভালো করেছেন বলতে হয়। অলরাউন্ডার সালমা এবং শুকতারা দুটি করে উইকেট নিলে লক্ষ্য পৌঁছাতে আট ব্যাটসম্যানকে হারাতে হয় স্বাগতিকদের।

শ্রীবর্ধনে ৪৭, সুরাঙ্গিকা ৩৪, প্রসাদনি ২৪ রান করলে ৪১.৪ ওভারে ১৯১ রান তুলে সিরিজ নিশ্চিত করে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।