[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৫ আশ্বিন ১৪২৫, ২০ সেপ্টেম্বর ২০১৮
bangla news

গোল উৎসব করে কোয়ার্টারে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-১২ ১:৩৬:০৮ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথম লেগে ১-১ সমতা নিয়ে ন্যু ক্যাম্পে এসে বার্সেলোনার অগ্নিমূর্তি দেখলো সেল্টা ভিগো। শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে স্রেফ উড়ে গেছে ভিজিটররা। লিওনেল মেসির জোড়া গোলে সেল্টাকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে ৬-১ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে টানা তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

গ্যালারি থেকে বার্সার দাপুটে জয় উপভোগ করেন উইন্টার সাইনিং ব্রাজিলিয়ান ফিলিপ্পে কুতিনহো। ইনজুরির কারণে আপাতত খেলতে পারছেন না সাবেক লিভারপুল সুপারস্টার।

এক ঘণ্টা মাঠে থেকেই সেল্টার রক্ষণ ব্যতিব্যস্ত করে রাখেন মেসি। ১৩ মিনিটে গোল উৎসবের সূচনা করেন বার্সার প্রাণভোমরা। ২ মিনিট না যেতেই আবারো সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। দু’টি গোলেই অ্যাসিস্ট করেন জর্ডি আলবা। ২৮ মিনিটে আলবাকে দিয়ে ৩-০ করেন আর্জেন্টাইন আইকন।

এর তিন মিনিট পর স্কোরশিটে নাম লেখান লুইস সুয়ারেজ। প্রথমার্ধের আক্রমণাত্মক পারফরম্যান্সে চার গোলের লিড নিয়ে বিরতিতে যায় কাতালানরা। ৫৯ মিনিটে মেসির বদলি হিসেবে নামেন ওসমান ডেম্বেলে। ৬৩ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার পরিবর্তে হোসে আর্নেইজ।

নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ডেম্বেলের পাসে সেল্টার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইভান রাকিটিচ। উড়ন্ত জয় দিয়ে শেষ আটে পা রাখে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। বলা বাহুল্য, কোপা দেল রেতে এ নিয়ে ১৪ ম্যাচে ২৪টি গোল করলেন ফর্মের তুঙ্গে থাকা মেসি। গোলে সহায়তা বা অ্যাসিস্ট ১০টি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৮
এমআরএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa