ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

যে কারণে ইমরুলের আগে নাঈম ব্যাটিংয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১
যে কারণে ইমরুলের আগে নাঈম ব্যাটিংয়ে

ঢাকা: ফিল্ডিং দেওয়ার সময় চোট পেয়ে মাঠের বইরে চলে গিয়েছিলেন ইমরুল কায়েস। ফলে আইসিসির নিয়মের ফাঁদে পড়ে যান জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান।

তামিম ইকবালের সঙ্গে ব্যাটিংয়ে উদ্বোধন করা হয়নি তার।

আইসিসির নিয়মে কোন ক্রিকেটারের দৃশ্যমান আঘাত গুরুতর হলে মাঠের বাইরে যেতে পারবেন। যদি অল্প সমস্যায় মাঠের বাইরে যান সেক্ষেত্রে পরের ইনিংসের শুরুর ১৫ মিনিট মাঠে থাকতে পারবেন না। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, ইমরুলের চোট (দৃশ্যমান) আম্পায়ারদের কাছে গুরুতর মনে না হওয়ায় নিয়মের ফাঁদে পড়ে ব্যাটিংয়ে উদ্বোধন করতে পারেননি।

ইনিংস ওপেন করেন তামমি ইকবাল ও নাঈম ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম ইনিংস ওপেন করলেন নাঈম। ভালোই খেলেছেন জাতীয় দলের এই ব্যাটসম্যান। যদিও রানের তুলনায় বল খেলেছেন বেশি। ৮২ বলে চারটি চার দিয়ে করেছেন ৫২ রান। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় হাফ সেঞ্চুরি পেলেন জাতীয় দলের অলরাউন্ডার। ৪৬ ওয়ানডেতে কোন সেঞ্চুরি নেই নাঈমের।

উদ্বোধনী জুটি ভাঙ্গার পর ব্যাটিংয়ে যান ইমরুল কায়েস। ২১ রান করে আউট হন তামিম ইকবাল। ইমরুল ৫২ বলে ৪২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।