ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

রাজশাহী বিভাগীয় ভলিবলে বগুড়া চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
রাজশাহী বিভাগীয় ভলিবলে বগুড়া চ্যাম্পিয়ন বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে/ছবি: কাওছার উল্লাহ আরিফ

বগুড়া: যুব গেমস রাজশাহী বিভাগীয় ভলিবল খেলায় পাবনা জেলা দলকে ৩ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া জেলা দল।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নুরুল ইসলাম টুটুল, সদস্য শফিকুল ইসলাম বাবু, বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডনিস বাবু তালুকদার, সদস্য দিলরুবা আমিনা আক্তার সুইট প্রমুখ।

অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত ভলিবল খেলায় রাজশাহী বিভাগের ৬ টি জেলা অংশ নেয়। জেলাগুলো হলো- বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।