ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বিপজ্জনক দল শ্রীলঙ্কা: মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১
বিপজ্জনক দল শ্রীলঙ্কা: মিসবাহ

লাহোর: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন। অবসর নিয়েছেন সতীর্থ পেসার লাসিথ মালিঙ্গাও।

দুইজন সেরা বোলারের অনুপস্থিতিতে দুবর্ল হয়ে পড়েছে লঙ্কানরা। এমন কথা মানতে নারাজ পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক। বলেছেন, তারা এখনো বিপজ্জনক দল। তাদের হালকা করে দেখার সুযোগ নেই।

মিসবাহ বলেন,“সন্দেহ নেই, মুরালি ও মালিঙ্গা অবসর নেওয়ায় কিছুটা দুবর্ল হয়েছে শ্রীলঙ্কান বোলিং আক্রমণ। তারপরও শক্তিশালী দল ৯৬’র বিশ্বকাপ জয়ীরা। এজন্য আসন্ন সিরিজের সময় আমাদের কেউ যদি তাদের দুবর্ল ভাবে, সেটা হবে নিছক বোকামি। এরই মধ্যে নতুন কিছু বোলার দলে নিয়েছে তারা। সিরিজে অবশ্যই জ্বলে উঠবেন এই বোলাররা। ”

শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। ১৮ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট হবে দুবাইয়ে। এছাড়া পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে উভয় দল।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।