[x]
[x]
ঢাকা, বুধবার, ২ কার্তিক ১৪২৫, ১৭ অক্টোবর ২০১৮
bangla news

ভারত দুটি টি-২০ খেলবে আয়ারল্যান্ডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-১১ ১২:৫১:৩১ এএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে ভারতীয় ক্রিকেট দল। জুলাইয়ে ইংল্যান্ড সফরের আগেই আয়ারল্যান্ড সফর করবে বিরাট কোহালিরা। ২৭ ও ২৯ জুন ডাবলিনে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

ভারত সর্বশেষ আয়ারল্যান্ডে খেলেছে ২০০৭ সালে। সেখানে বেলফাস্টে একটিই ওয়ানডে খেলেছিল টিম ইন্ডিয়া। যে ম্যাচ ৯ উইকেটে জিতে নিয়েছিল ভারত। এর আগে আয়ারল্যান্ডের সঙ্গে ভারত একবারই টি-২০ খেলেছে ২০০৯ সালে নটিংহ্যামে আইসিসি টি২০ বিশ্বকাপে। 

গত জুনেই আয়ারল্যান্ড ও আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পেয়েছে। যার ফলে এই দুই দেশ আইসিসির সম্পূর্ণ সদস্যপদ পেয়েছে। টেস্ট খেলুড়ে দেশ ১০ থেকে ১২টি হল। আইসিসি কাউন্সিলের মিটিংয়ে সর্ব সম্মতিক্রমেই এই দুই দেশকে টেস্ট স্বীকৃতি দেওয়া হয়। 

বর্তমানে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলছে। প্রথম টেস্ট ইতিমধ্যেই হেরে গেছে কোহালিরা। ১৩ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৮
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa