ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ডেঙ্গু হয়েছে মাহমুদ উল্লাহ’র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১
ডেঙ্গু হয়েছে মাহমুদ উল্লাহ’র

ঢাকা: জাতীয় দলের সহকারী অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদের ডেঙ্গু জ্বর হয়েছে। যদিও প্রথম দিকের পরীক্ষায় ইনফ্লুয়েঞ্জা বলা হয়েছে।

কিন্তু অ্যাপোলো হাসপাতালে পর্যক্ষেণের পর চিকিৎসকরা জানিয়েছেন ডেঙ্গু হয়েছে সহকারী অধিনায়ককের।

মাহমুদ উল্লাহ এখন অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র চিকিৎসক দেবাশিস চৌধুরী বৃহস্পতিবার বাংলানিউজকে জানান, সুস্থ না হওয়া পর্যন্ত অ্যাপোলো হাসপাতালে থাকবেন জাতীয় দলের এই অলরাউন্ডার। তার সেরে উঠতে পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে বলে জানান দেবাশিস।

ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য মাহমুদ উল্লাহকে সহ-অধিনায়ক করা হয়েছে। খেলার জন্য প্রস্তুতও ছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার। কিন্তু টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন জ্বরে আক্রান্ত হন। এরপর ওয়ানডে দলেও তাকে রাখা হয়নি। সুস্থ হলে হয়তো দলে ফিরতেন। কিন্তু চিকিৎসকরা মনে করছেন টেস্ট সিরিজের আগে মাঠে ফিরতে পারছেন না জাতীয় দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।