ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

ত্রিদেশীয় টি-২০ সিরিজে সহকারী কোচ পন্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
ত্রিদেশীয় টি-২০ সিরিজে সহকারী কোচ পন্টিং ছবি:সংগৃহীত

আসছে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। যেখানে অজি হেড কোচ ড্যারেন লেহম্যানের অধীনে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং।

২০১৭ সালেও শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিচেজ একই ভূমিকায় কাজ করেছিলেন পন্টিং। সেবার জাস্টিন ল্যাঙ্গার ও জেসন গিলেস্পির সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এর আগে গত সপ্তাহেই আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের হেড কোচ হিসেবে নাম লেখান পন্টিং। যেখানে ২০১৫ সালে তার অধীনেই মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছিল।

৭ ফেব্রুয়ারি থেকে ত্রিদেশীয় টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে। ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ মাঠে গড়াবে। আর ২১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।