ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

অপরিবর্তিত দল নিয়ে খেলছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১
অপরিবর্তিত দল নিয়ে খেলছে বাংলাদেশ

ঢাকা: কিছুক্ষণের মধ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। টসে জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক দল।

অপরিবর্তিত দল নিয়ে খেলছে বাংলাদেশ।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে তিনটি পরিবর্তন এসেছে। অধিনায়ক ড্যারেন স্যামি, কার্লস ব্রাফেট এবং অ্যান্থনি মার্টিন খেলছেন না। তাদের জায়গায় পেসার কেমার রোচ, দেবেন্দ্র বিশু এবং কিরণ পোলার্ড খেলছেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), অলক কাপালি, নাঈম ইসলাম, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ দল: আদ্রিয়ান বারাথ, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, ডেনজা হায়াত, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, রবি রামপাল, কেমার রোচ, দেবেন্দ্র বিশু ও কিরন পোলার্ড।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad