ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ফাইনালে মোহামেডান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১
ফাইনালে মোহামেডান

ঢাকা: মহিলা ফুটবল লিগের ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ হিসেবে নাম লিখিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে তারা ৩-০ গোলে হারায় দিপালী যুব সংসদকে।



বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ময়দানী লড়াইয়ে নামে মোহামেডান ও দিপালী সংসদ। একপেশে লড়াইয়ের ধারবাহিকতা থেকে বেরিয়ে আসে উভয় দল।

খেলায় গোলের জন্য মোহামেডানকে অপেক্ষা করতে হয় ২৮ মিনিট পর্যন্ত। ফ্রি কিক থেকে সুইনু প্রু মারমার মাপা শট প্রতিপক্ষ গোলরক্ষক রওশন আরার হাতছুঁয়ে জালে প্রবেশ করলে উৎসবে মেতে উঠে কোচ পনিরুজ্জামানের দল।

বিরতির আগে তিথী রানি সরকারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মতিঝিলের ক্লাবটি। বাঁমপ্রান্ত থেকে তিথীর প্লেসিং শট আশ্রয় নেয় জালে। ৫৫ মিনিটে দিপালীর পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন মাইনু প্রু মারমা।

দিপালীর কোচ আকবর আলী জানান, প্রতিপক্ষ বড় মাপের দল। তারপরও আমরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করেছি। খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে এটি ছিলো টুর্নামেন্টের সেরা ম্যাচ। মোহামেডানের চেয়ে অভিজ্ঞতা কম থাকায় পিছিয়ে পড়ি আমরা।

অন্যদিকে মোহামেডান অধিনায়ক ডালিয়া আক্তার বলেন,“জয় পাওয়ায় খুশি। প্রথম বারের মতো আয়োজিত মহিলা লিগের ফাইনালে উঠায় ভালো লাগছে। ”

আগামী ১৪ অক্টোবর ফাইনালে শেখ জামালের মুখোমুখি হবে মোহামেডান।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।