ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

খেলা

বীরশ্রেষ্ঠদের নামে পাঁচ জেলা স্টেডিয়াম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, অক্টোবর ১২, ২০১১

ঢাকা: সাতজন বীরশ্রেষ্ঠের নামানুসারে সাতটি স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত আগে নিয়েছিলো সরকার। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)’র এক সভায় দেশের পাঁচটি জেলা স্টেডিয়ামের নাম পাঁচজন বীরশ্রেষ্ঠের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়।



ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে সভায় ঝালকাঠি জেলা স্টেডিয়ামকে শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামকে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, কক্সবাজার জেলা স্টেডিয়ামকে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন, শরিয়তপুর জেলা স্টেডিয়ামকে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, মাগুরা জেলা স্টেডিয়ামকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আছাদুজ্জামান এবং নাটোর জেলার লালপুর উপজেলা স্টেডিয়ামকে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়াম নামকরণের বিষয়ে অনুমোদন করা হয়।

এছাড়া সভায় ক্রীড়া প্রতিভা অণ্বেষণ কর্মসূচি ২০১০-১১ এর ১ম পর্বের আওতায় সারাদেশ থেকে ৬৮০ জনকে ডিসেম্বর থেকে আবাসিক ক্যাম্পের মাধ্যমে পরবর্তী প্রশিক্ষণের সিদ্ধান্তও নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা, অক্টোবর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।