ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

দলে ফিরলেন শোয়েব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
দলে ফিরলেন শোয়েব

করাচি: স্পিডস্টার খ্যাত শোয়েব আক্তারকে ফিরিয়ে এনে ইংল্যান্ডের বিপক্ষে আগামী মাসে একদিনের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব দলে ফিরে এলেও সাবেক অধিনায়ক ইউনুস খানের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্তে আসেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।

বছরের শুরুতেই শৃঙ্খলার ভাঙ্গার দায়ে জাতীয় দল থেকে আজীবন নিষিদ্ধ হন ইউনুস।

প্রধান নির্বাচক মহসিন বলেন,“ইউনুসের বিষয়ে বোর্ড এখনো পর্যন্ত পরিষ্কার কিছুই জানায়নি। ” বলেন,“আমরা কেবল সেসব খোলোয়াড়কেই নির্বাচক করেছি। যারা বোর্ডের ছাড়পত্র পেয়েছে এবং যারা শতভাগ ফিট। এই দুটি বিষয় ইউনুসের ক্ষেত্রেও প্রযোজ্য। ”

আগামী ৫ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডে দুটি টি-টোয়েনিট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান।

পাকিস্তান দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), সালমান বাট, সাহাজিব হাসান, আজহার আলী, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ হাফেজ, উমর আকমল, কামরান আকমল, আব্দুুল রাজ্জাক, ফাওয়াদ আলম, মুহাম্মদ আমের, মুহাম্মদ আসিফ, উমর গুল, ওহাব রিয়াজ, শোয়েব আক্তার এবং সাঈদ আজমল।

বাংলাদেশ সময় : ২০০৯ ঘন্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।