ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

মুশফিকুর রহিমও কাঁদেননি!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১

ঢাকা: অভিনন্দন তোমাদের। প্রধান কোচ স্টুয়ার্ট ল অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটারদের।

প্রতি অভিনন্দন পেয়েছেন কোচ। সাজঘরের পরিবেশ আগের মতো আবেগ আপ্লুত হয়ে ছিলো না। আনন্দ হয়েছে। বিজয়ের উল্লাস ভাগাভাগি করেছেন প্রত্যেক ক্রিকেটার একে অন্যের সঙ্গে করমর্দন করে।

শুধু গাওয়া হয়নি জাতীয় দলের গান বলে পরিচিতি পাওয়া ‘আমরা করবো জয়, আমরা করবো জয়...। জিম্বাবুয়ে সফর শুরু হয়েছিলো ব্যর্থতা দিয়ে। ঢাকায় উল্টো সাফল্য অর্জনের মধ্যদিয়ে। এই জয়ে বাংলাদেশ দল যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠেনি সেটা পেশাদরিত্বের প্রয়োজনে।

বাংলাদেশ দল আগের চেয়ে বেশি পেশাদার। আবেগ দমিয়ে রাখতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো অধিনায়ক বিজয়ের আনন্দে কাঁদেননি। অধিনায়ক হওয়ার এত অল্প সময়ের মধ্যে নেতার এত পরিবর্তন! সাজঘরে ক্রিকেটারদের চেয়ে বেশি আনন্দ করেছেন আগন্তুকরা।

বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল এবং তার পরিবার, মুশফিকুর রহিমের বাবা, নাসির হোসেনের মা উপস্থিত থেকে বিজয়ের আনন্দের অংশিদার হতে চেষ্টা করেছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad