ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

মাহমুদ উল্লাহকে ছাড়া ওয়ানডে দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১
মাহমুদ উল্লাহকে ছাড়া ওয়ানডে দল

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়ক মাহমুদ উল্লাহ অসুস্থ থাকায় ওয়ানডে দলে রাখা হয়নি তাকে।

টি-টোয়েন্টি দলের অন্য সদস্য স্পিনার ইলিয়াস সানিকেও ওয়ানডে দলে রাখা হয়নি।

খেলোয়াড়রা হলেন: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, অলক কাপালি, নাঈম ইসলাম, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, মো. সোহরাওয়ার্দী, শাহরিয়ার নাফিস ও শুভাগত হোম চৌধুরী।

আগামী ১৩ ও ১৫ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুটি ওয়ানডে খেলে চট্টগ্রামে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ দল। জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে ১৮ অক্টোবর হবে সিরিজের শেষ ম্যাচ।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।