ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

আলোচনা করে ডিআরএস ব্যবহার করবে অংশগ্রহণকারী দলগুলো: আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১
আলোচনা করে ডিআরএস ব্যবহার করবে অংশগ্রহণকারী দলগুলো: আইসিসি

ঢাকা: আগের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থার বার্ষিক নির্বাহী বোর্ড সভায় ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রয়োগের ক্ষেত্রে অংশগ্রহণকারী দেশগুলো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সেটা ব্যবহার করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন,“এখনো যারা ডিআরএসের বাস্তবতা বুঝতে রাজি নন। তারপরও এই পদ্ধতির প্রতি আগ্রহীদের সঙ্গে আমরা এর উন্নতির জন্য কাজ করে যাবো। অংশগ্রহণকারী দলগুলোই সিদ্ধান্ত নেবে কোথায় তারা এটি ব্যবহার করবে আর কোথায় করবে না। তবে আইসিসির সব গ্লোবাল ইভেন্টসে ব্যবহৃত হবে ডিআরএস পদ্ধতি। ”

সভায় ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ালিফাইং সিস্টেমেরও অনুমোদন দেওয়া হয়। এতে টেস্ট খেলুড়ে দশটি দেশের সঙ্গে বিশ্বকাপের মুলপর্বে যোগ দেবে চারটি দল। সহযোগী ও অধীভুক্ত দেশ থেকে আসবে এই দলগুলোকে।

এছাড়া সভায় ২০১৩ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।