[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৪ কার্তিক ১৪২৫, ১৯ অক্টোবর ২০১৮
bangla news

শেষ থেকেই শুরু করছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১২-০৭ ১:০৯:১১ এএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই কোর্টে ফিরছেন টেনিস কুইন সেরেনা উইলিয়ামস। অন্তঃসত্ত্বা হওয়ার পর এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের পর আর কোনো টুর্নামেন্টে দেখা যায়নি তাকে। পরে সেপ্টেম্বরে কন্যা সন্তানের মা হন যুক্তরাষ্ট্রের এ তারকা।

ঠিক যেখানটায় শেষ করেছিলেন সেরেনা, এবার সেই অস্ট্রেলিয়ান ওপেনেই প্রত্যাবর্তন ঘটছে তার।

সেরেনার কোর্টে ফেরার ব্যাপারে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা নিশ্চিত করেছেন। টুর্নামেন্টের পরিচালক ক্রেগ টিলে বলেন, ‘সেরেনা ভিসা পেয়ে গেছেন। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। আমি আশাবাদি, ২৩ বার গ্র্যান্ডস্ল্যাম জয়ী নিজের খেতাবকে ধরে রাখতে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেবে।’

এ দিন অস্ট্রেলিয়ান ওপেনকে ফ্যামিল ফ্রেন্ডলি ইভেন্টও বলেন ক্রেগ। ২০১৮ সালের ১৫ জানুযারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। চলবে ২৮ জানুযারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache