ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

টেনিস: বালক এককে চ্যাম্পিয়ন সাউ মিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১১

ঢাকা: এটিএফ অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিসে বালিকা এককে চ্যাম্পিয়ন হয়েছেন মালয়েশিয়ার কাউর ডেলিজাভেনি। প্রতিযোগিতার বালক এককে শিরোপা জিতেছেন সাউ মিং।



খেলায় কাউর ৬-১ ও ৬-২ গেমে হারান হংকংয়ের উইনোনা আইপি ওয়েই লামকে। অন্যদিকে বালক এককে হংকংয়ের এলান সাউ মিং ২-৬, ৬-৪ ও ৬-১ গেমে পরাজিত করেন ভারতের মোহাম্মদ ভালিকে।

বালক দ্বৈতে ভারতের ভালি মোহাম্মদ ও আমেরিকার ইসকোবার মোইসেস জুটি ৬-১, ৬-৩ গেমে বাংলাদেশের রুবেল হোসেন ও মাহিন রেজা খান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বালিকা দ্বৈতে হংকংয়ের উইনোনা আইপি ওয়েই লাম ও কাউডিয়া এনজি হেই ৬-৩, ৭-৬ গেমে স্বদেশী জুসি লেং ও সিজি ইউ উইং জুটিকে হারিয়ে শিরোপা জেতেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।