ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

সেমিফাইনালে শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১১
সেমিফাইনালে শেখ জামাল

ঢাকা: মহিলা লিগে টানা তৃতীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। শনিবার তারা ১৩-০ গোলে হারিয়েছে ওয়ারিকে।

এ জয়ে গ্রুপ (এ) চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারকা সমৃদ্ধ শেখ জামালের সামনে দাঁড়াতে পারেনি ওয়ারি। দলের দুই স্ট্রাইকার সাবিনা খাতুন ও নুবাই চিং মারমা প্রত্যেকেই চারটি করে গোল করেন। ৩৮, ৫৫, ৭৮ ও ৭৯ মিনিটে গোল করেন সাবিনা। অন্যদিকে নুবাই চিং ২০, ৩২, ৫৮ ও ৮৩ মিনিটে গোলগুলো করেন। এছাড়া শারমিন আক্তার রুপা দুটি এবং অম্রা চিং মারমা, তাহমিনা আক্তার পুতুল ও মিরোনা একটি করে গোল করেন।

একই ভেন্যুতে প্রথম ম্যাচে দিপালী যুব সংঘ ৯-১ গোলে বিধ্বস্ত করে আরামবাগকে। বিজয়ীদের পক্ষে আসিয়া খাতুন বিথী ও জান্নাতুল ফেরদৌস রিক্তা হ্যাটট্রিক গোল করেন। বিথী ২১, ২৮ ও ৩৪ মিনিটে গোল করেন। রিক্তা গোল করেন ৫৬, ৭৪ ও ৭৫ মিনিটে। এছাড়া জয়া চাকমা, কানিজ ফাতেমা বিথী ও খালেদা খাতুন একটি করে গোল করেন।

মঙ্গলবার সেমিফাইনালে ফরাশগঞ্জের মুখোমুখি হবে শেখ জামাল। বুধবার অপর সেমিফাইনালে মোহামেডান খেলবে দিপালী যুব সংঘের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘন্টা, অক্টোবর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।