ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

বিচ সকারে বাংলাদেশের উড়ন্ত সূচনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১১

ঢাকা: শ্রীলঙ্কার হাম্বানটোটায় অনুষ্ঠিত প্রথম দক্ষিণ এশিয়ান বিচ গেমসে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। শনিবার আবুল বাতেন কোমল ও এনামুলের হ্যাটট্রিকে লাল-সবুজরা ৮-৩ গোলে হারিয়েছে মালদ্বীপকে।



খেলার শুরু থেকে মালদ্বীপের ওপর চড়াও হয় বাংলাদেশ। দুই মিনিটে মোহাম্মদ রবিনের গোলে এগিয়ে যায় বিপ্লব বাহিনী। আট মিনিট পর আরশাদের গোলে সমতায় ফেরে মালদ্বীপ। তাই ড্র দিয়েই শেষ হয় প্রথম সেশন।
 
দ্বিতীয় সেশনে বাংলাদেশের পক্ষে গোল করেন আবুল বাতেন কমল, এনামুল ও মামুন মিয়া। জবাবে এই সেশনে মালদ্বীপ পরিশোধ করে দুটি গোল (৪-৩)। তৃতীয় সেশনে মাঠ পুরোপুরি দখলে থাকে বিপ্লবদের। এ সেশনে এনামুল ও বাতেন দুটি করে গোল করে নিজেদের হ্যাটট্রিক পূরণ করেন।

দিনের অন্য ম্যাচে শ্রীলঙ্কা ১১-২ গোলে হারিয়েছে নেপালকে। রোববার সকাল ৮টায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার।

একই দিন ফুটবলের সঙ্গে মাঠে নামছে বাংলাদেশ বিচ কাবাডি দল। বিকেল ৩টায় প্রথম ম্যাচে তারা খেলবে শক্তিশালী ভারতের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।