ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

টেনিস

৯ বছর পর শিরোপার দ্বারপ্রান্তে ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
৯ বছর পর শিরোপার দ্বারপ্রান্তে ভেনাস ছবি: সংগৃহীত

ক্যারোলিন গার্সিয়ার বিপক্ষে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ডব্লুটিএ ফাইনালস’র ফাইনাল নিশ্চিত করেছেন ভেনাস উইলিয়ামস। এ ইভেন্টের দীর্ঘ ৯ বছর পর শিরোপার দ্বারপ্রান্তে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

সিঙ্গাপুর ইনডোর স্টেডিয়ামে উদীয়মান ফ্রেঞ্চ তরুণীর কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেটটি টাইব্রেকারে ৬-৭ (৩-৭) গেমে হেরে যান ভেনাস। পরের দুই সেটেও হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস মিলেছিল।

কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে নিজের শ্রেষ্ঠত্বের জানান দেন উইলিয়ামস পরিবারের বড় কন্যা।

৬-২, ৬-৩ গেমের দাপুটে পারফরম্যান্সে কোর্ট ছাড়েন ৩৭ বছর বয়সী ভেনাস। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ ডেনিশ তারকা ক্যারোলিন ওজনিয়াকি। যিনি চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে ৭-৬ (১১-৯), ৬-৩ গেমে হারিয়ে শেষ সেমির বাধা পার করেন।

সবশেষ ২০০৮ আসরে ডব্লুটিএ ফাইনালস টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন হন ভেনাস। পরের বছরও ফাইনালে ‍উঠেছিলেন। কিন্তু ছোট বোন সেরেনা উইলিয়ামসের কাছে ব্যাক-টু-ব্যাক শিরোপা হাতছাড়া করেন। অপেক্ষার পর আবারো ট্রফি জয়ের ম্যাচের সামনে দাঁড়িয়ে সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।