ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

দ.আফ্রিকার রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, জুন ২০, ২০১০

ঢাকা: সেঞ্চুরি উৎসবে মেতেছিলো দক্ষিণ আফ্রিকা। গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, এবিডি ভিলিয়ার্স-তিনজনই সেঞ্চুরি হাকিয়েছেন।

৬ উইকেটে ৫৪৩ রান হওয়ার পরই ইনিংস ঘোষণা করেন স্মিথ। এর জবাবে দ্বিতীয় দিন শেষে এক উইকেট ৮৬ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ার্নার পার্কে অধিনায়ক গ্রায়েম স্মিথ ১৩২, আলভিরো পিটারসেন ৫২, হাশিম আমলা ৪৪, জ্যাক ক্যালিস ১১০ ও এবিডি ভিলিয়ার্স হার না মানা ১৩৫ রানের সুবাদে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে সফরকারী দল।

জবাবে আগের দিনের ৮৬ রান নিয়ে রোবার ব্যাট করতে নামবে স্বাগতিকরা। অধিনায়ক ক্রিস গেইল ৪২ এবং নরসিংহ দোনারিয়ান ৩৩ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫১ ঘ. ২০ জুন, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।