ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

কোয়ার্টার ফাইনালে শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১
কোয়ার্টার ফাইনালে শারাপোভা

টোকিও: প্যান প্যাসিফিক ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা। জার্মানির জুলিয়া জর্জেসকে হারান সাবেক বিশ্বসেরা।



জুলিয়ার বিপক্ষে ঘামঝরানো জয় পেয়েছেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই শারাপোভা। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৭-৬ (৪) গেমে জেতেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা। দ্বিতীয় ও শেষ সেটে ৭-৬ (৪) গেমে জুলিয়াকে হারিয়ে কোয়র্টার ফাইনাল নিশ্চিত করেন শারাপোভা।

কোয়ার্টার ফাইনালে শারাপোভা মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ার পেত্রা কভিতোভার বিপক্ষে। কভিতোভা ৬-১ ও ৭-৬ (৪) গেমে হারান যুক্তরাষ্ট্রের ভানিয়া কিংকে।

এছাড়া মারিয়া কিরিলেঙ্কো ৬-৩ ও ৬-১ গেমে আনা ইভানোভিচকে, মারিওন বার্তোলি ৬-২ ও ৬-১ গেমে পরাজিত করেন পেং শুইকে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।