ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১
মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

বেলেম: আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রথম লেগে গোলশূন্য ড্র হওয়ায় দ্বিতীয়বার জয় পেতেই মাঠে নামবে উভয় দল।



মূলত. দুই দেশের ঘরোয়া খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। তাই খেলায় দেখা যাবে না আর্জেন্টিনার লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, হিগুয়েন ও অ্যাঞ্জেল ডি মারিয়াদের। তেমনি হলুদ জার্সি গায়ে মাঠে থাকবেন না রবিনহো, হুলিও সিজার, লুসিও এবং পাতোরা।

প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে নেইমার ও রোনালদিনহোদের নিয়ে আক্রমণভাগ সাজাবেন কোচ মানো মেনেজেস। পাল্টা জবাব ঠিকই দেবেন আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেলাও। তার আক্রমণভাগে থাকবে পাবলো মৌচে ও লুকাস ভিয়াত্রি।

ব্রাজিলের মাঠে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।