ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

সুপার ওভারে জয়ী নিউ সাউথ ওয়েলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১
সুপার ওভারে জয়ী নিউ সাউথ ওয়েলস

চেন্নাই: দুভার্গ্য ওয়েস্ট ইন্ডিজের দল ত্রিনাদাদ অ্যান্ড টোবাগোর। নইলে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হতো না তারা।

ছয় উইকেটে ১৩৯ রান করার পরও ম্যাচ টাই! তাই টি-টোয়েন্টির নিয়মানুযায়ী সুপার ওভারে গড়ায় ম্যাচ। শেষপর্যন্ত তাদের হারিয়ে ম্যাচ জিতে নেয় ওয়েলস।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো: ১৩৯/৬ (২০ ওভার)
নিউ সাউথ ওয়েলস: ১৩৯/৮ (২০ ওভার)
ফল: ম্যাচ টাই (সুপার ওভারে জয়ী সাউথ ওয়েলস)

এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ব্যাট করতে নেমে লেন্ডল সাইমন্সের ৪১ ও ড্যারেন গঙ্গার ২১ রানের সুবাদে ছয় উইকেট হারিয়ে ১৩৯ রান করে ত্রিনিদাদ। ২৭ রান খরচায় দুটি উইকেট নেন হানরিকস।

জবাবে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৩৯ রান তুলে সাউথ ওয়েলস। তাই টাই ম্যাচে ফলাফল নির্ধারণের জন্য সুপার ওভারে গড়ায় খেলা। সুপার ওভারে (এক ওভার) জয়ের জন্য ত্রিনিদাদকে ১৯ রানের লক্ষ্য বেঁধে দেয় ওয়েলস। খেলতে নেমে ১৬ রান করতে পারে ত্রিনিদাদ। এজন্য জয় নিয়েই মাঠে ছাড়ে ওয়েলস।

বাংলাদেশস সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।