ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রমোদ ভ্রমণে যাচ্ছে বিচ দল!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১

ঢাকা: প্রথম বারের মতো দক্ষিণ এশিয়ান বিচ গেম শুরু হচ্ছে ৮ অক্টোবর। প্রতিযোগিতার দুই সপ্তাহও বাকি নেই কিন্তু এখনো অনুশীলনই শুরু করতে পারেনি দলগুলো।

ফলে প্রতিযোগিতায় অংশগ্রহণ স্রেফ প্রমোদ ভ্রমণেই সীমাবন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

শ্রীলঙ্কার হাম্বানতোতায় ১২টি ডিসিপ্লিন নিয়ে প্রথম বারের মত আয়োজন হচ্ছে দক্ষিণ এশিয়ান বিচ গেমসের। বাংলাদেশ শুধু মহিলা বিচ কাবাডি, বিচ সকার, ম্যারাথন সুইমিং, বডিবিল্ডিং ও সার্ফিংয়ে অংশ নেবে। প্রস্তুতি না থাকলেও গেমসে যাবার তোড়জোড় শুরু হয়েছে এরই মধ্যে।

প্রতিযোগিতায় সাফল্য আসার ক্ষেত্রে সবচেয়ে সম্ভাবনাময় ইভেন্ট কাবাডি। গুয়াংজু এশিয়ান গেমস ও গত ডিসেম্বর মাসে ওমানে এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয় করে কাবাডি দল। এ বিষয়ে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেন বলেন,“অনুশীলনের জন্য বিএওর কাছে বাজেট পাঠানো হলেও বিওএ থেকে এখনো কোনো নির্দেশ না আসায় ক্যাম্প শুরু করতে দেরী হচ্ছে। ”

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।