ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

তিন বছর পর মাঠে গড়াচ্ছে যুব হকি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১
তিন বছর পর মাঠে গড়াচ্ছে যুব হকি

ঢাকা: তিন বছর পর ফের মাঠে গড়াচ্ছে যুব হকি টুর্নামেন্ট। সাউথ ইস্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে এ পর্যন্ত নাম তালিকাভুক্ত করেছে ২৪টি দল।



অনেকদিন ধরেই জাতীয় হকির কেন খবর নেই। সর্বশেষ যুব হকি মাঠে গড়ায় ২০০৭ সালে। টুর্নামেন্ট আয়োজনের ফেডারেশনের দায়সারা মনোভাবে আসন্ন প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ হকি লিগ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে নির্ধারিত সময়ে যুব হকি আয়োজন নিয়ে সন্দিহান খোদ ফেডারেশনের কর্মকর্তারাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “কয়েকদিন পর যুব হকি অথচ এ নিয়ে তেমন সাড়া নেই ফেডারেশনে। তিন বছর পর যারা এ টুর্নামেন্টে খেলতে আসছে এদের মধ্যে দুই থেকে তিনটি দল ছাড়া অন্যরাও খেলতে আসছে কোন প্রস্তুতি ছাড়াই। ”

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।