ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

মহিলা হ্যান্ডবল মাঠে গড়াচ্ছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১
মহিলা হ্যান্ডবল মাঠে গড়াচ্ছে

ঢাকা: বিভিন্ন জেলা ও সংস্থা থেকে মোট ২৭টি হ্যান্ডবল দলকে নিয়ে বুধবার শুরু হচ্ছে এক্সিম ব্যাংক ২২তম জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা।

প্রতিযোগিতা উপলক্ষ্যে সোমবার বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। তিনি জানান, দলগুলো ৮টি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম রাউন্ডের খেলা পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুরে শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল খেলাসহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় উদ্বোধনী খেলায় ফরিদপুর মুখোমুখি হবে গাইবান্ধার। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশের প্রথম অর্থ সচিব এম. মতিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি কাজী মাহতাব উদ্দিন আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ স্পেশাল অডিট শাহ মোহাম্মদ আব্দুল বারী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১



সংবাদ সম্মেলনে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি কাজী মাহতাব উদ্দিন আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ স্পেশাল অডিট শাহ মোহাম্মদ আব্দুল বারী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।