ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

বিসিবির নির্বাহী কমিটির সভা রোববার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার তিন ঘন্টার জন্য নির্বাহী কমিটির সভা করতে যাচ্ছে। খুব বেশি কিছু নয়, মূলত বার্ষিক বাজেট অনুমোদন দেওয়া হবে।



শনিবার মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছেন, ক্রিকেট পরিচালনার জন্য আগামী একবছরের জন্য বাজেট অনুমোদন দেবে। বিশ্বকাপের বাজেট হিসেবেই এটাকে আখ্যা দেওয়া যায়।  

বাজেট অনুমোদনের সঙ্গে সঙ্গে বার্ষিক সাধারণ সভার সময় সূচিও নির্ধারণ করা হবে। বর্ষপঞ্জী এবং জাতীয় দল নিয়েও আলোচনা এবং পর্যালোচনা হবে।

নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে সিরিজ নিয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান মিডিয়া কমিটির প্রধান। এছাড়া বিভিদ এজেন্ডায় জাতীয় দলের ম্যানেজার হিসেবে তানজিব আহমেদ সাদের বিষয়েও আলোচনা হতে পারে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘন্টা, আগস্ট ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।