ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

নিয়মের মধ্যেই আছে সাঙ্গাকারা: আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০
নিয়মের মধ্যেই আছে সাঙ্গাকারা: আইসিসি

ডাম্বুলা: শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা নিয়ম ভাঙ্গেনি বলেই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার রংগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় রান নেওয়ার সময় নিউজিল্যান্ডের বোলার নাথান ম্যাককালামের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে এরপর কিছুটা সময় খেলা বন্ধ রাখেন ফিল্ড আম্পায়ার অ্যালান হার্স্ট।

হার্স্ট লঙ্কান অধিনায়কের বিরুদ্ধে আইসিসির ‘কোড অব কন্ডাক্ট’র দ্বিতীয় ধারা ভঙ্গের অভিযোগ আনেন। এ ধারা অনুযায়ী খেলা চলাকালীন খেলোয়াড়দের অশালীন আচরণ ও অস্বাভাবিক অঙ্গভঙ্গি করা নিষেধ।

কিন্তু হার্স্ট এক বিৃবতিতে আইসিসির কাছে বলেছেন,“আমি বিভিন্ন দিক থেকে ভিডিও ফুটেজ দেখে বিস্তারিত বিরবণ তুলে ধরার প্রয়োজন মনে করেছি। ”

এদিকে আইসিসি শনিবার সাঙ্গাকারার বিরুদ্ধে আনা এ জাতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে।

ত্রি-দেশীয় সিরিজে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এর আগে ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগের ৯৯ রানের সময় ইচ্ছা করেই বল করেছিলেন বোলার সুরাজ রণদিভ। এজন্য তাকে একম্যাচ নিষিদ্ধ করাসহ ম্যাচ ফি কেটে নেয় লঙ্কান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময়:  ১৯০৩ ঘন্টা, আগস্ট ২১, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।