bangla news

চোটে পড়েছেন রুনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৯-২৫ ৯:০৮:০০ এএম

হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এক সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ওয়েন রুনিকে। এমন আশঙ্কার কথাই জানিয়েছেন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

লন্ডন: হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এক সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ওয়েন রুনিকে। এমন আশঙ্কার কথাই জানিয়েছেন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

শনিবার লিগের খেলায় স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানইউ। মৌসুমে রেড ডেভিলসদের শুরুটা ভালো হলেও রুনির অনুপস্থিতিতে কিছুটা সমস্যায় পড়বে চ্যাম্পিয়নরা। ২৫ বছর বয়সী রুনি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লিখেছেন, এ মুহূর্তে খেলার জন্য ফিট নই আমি। আশা করি, চ্যাম্পিয়ন্স লিগে বাসেলের বিপক্ষে মাঠে নামার আগে সুস্থ হয়ে উঠবো।

এবিষয়ে কোচ ফার্গুসন বলেন,“হ্যামস্ট্রিংয়ের চোট। তাই এটা বলা কঠিন। আমার মনে হয়, আগামী সপ্তাহের মধ্যে সে ফিট হতে পারবে না। এজন্য রুনিকে এক সপ্তাহেরও বেশি সময় বিশ্রামে থাকতে হবে।”

রুনির পরিবর্তে দলে ডাক পেতে পারেন দিমিতার বার্বাতোভ। চোটের জন্য রুনি ছাড়াও মাঠের বাইরে আছেন জনি ইভান্স।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2011-09-25 09:08:00