ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ইউএস ওপেনে থাকছেন না সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০
ইউএস ওপেনে থাকছেন না সেরেনা

নিউইয়র্ক: চোট না সারায় এ বছরের ইউএস ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ব সেরা সেরেনা উইলিয়ামস।

ডান পায়ে অস্ত্রোপাচারের পর এখনো তা কাটিয়ে উঠতে না পারায় চিকিৎসকের পরামর্শে এ সিদ্ধান্ত নেন মার্কিন টেনিস তারকা।

কারণ হিসেবে সেরেনা বলেন,“ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়া খুবই কষ্টের। আমার চিকিৎসক পরামর্শ দিয়েছেন না খেলার জন্য। কারণ চোট সারতে আরো সময় লাগবে। ”

গত জুলাইয়ে মিউনিখের একটি রেস্তোরাঁয় গ্লাসের ভাঙ্গা কাঁচে ডান পায়ের খানিকটা কেটে যায়। অস্ত্রোপচারের পর এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি।

২৮ বছর বয়সী এ মার্কিন ১৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এর মধ্যে তিনবারই জিতেছেন ইউএস ওপেন। অবশ্য গত বছর দেশের ওই টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘন্টা, আগস্ট ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।