ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

ফুটবল দলের অনুশীলন শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০
ফুটবল দলের অনুশীলন শুরু

ঢাকা: এশিয়ান গেমসের জন্য শনিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রথমদিনের অনুশীলন যোগ দেন ৩১ জন ফুটবলার।



চোটের কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি রক্ষণভাগ খেলোয়াড় মোবারক।

শনিবার প্রধান কোচ সাইফুল বারী টিটু ও দুই সহকারী কোচের তত্বাবধানে সকাল এবং বিকাল অনুশীলন হয়। মূলত সকালে কন্ডিশনিং এবং বিকালে বলের চর্চা হয়।

প্রধান কোচ টিটু বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন,“আমরা আজ (শনিবার) থেকেই অনুশীলন শুরু করেছি। আগামী এক সপ্তাহ পর্যন্ত এভাবেই অনুশীলন চলবে। ”

মোবারক সম্পর্কে তিনি বলেন,“মোবারক হাঁটুর ইনজুরিতে ভুগছে। সে বাংলাদেশ লিগের প্রথম পর্ব পর্যন্ত খেলতে পারবে না। ”

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘন্টা, আগস্ট ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।