ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

টি-টোয়েন্টির সিরিজও পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১
টি-টোয়েন্টির সিরিজও পাকিস্তানের

হারারে: একদিনের সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজিও (২-০) জিতেছে পাকিস্তান। টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৫ রানে হারিয়েছে মিসবাহ উল হকের দল।



পাকিস্তান: ১৪১/৭ (২০ ওভার)
জিম্বাবুয়ে: ১৩৬/৭ (২০ ওভার)
ফল: পাকিস্তান ৫ রানে জয়ী

হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৪১ রান করে পাকিস্তান। সবচেয়ে বেশি ৫১ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। এছাড়া ২৮ রান করেন উমর আকমল। ১৫ রান খরচায় তিনটি উইকেট নেন কাইল জারভিস।

জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সমর্থ হয় জিম্বাবুয়ে। টাটেন্ডা টাইবু খেলেন ৩৭ রানের হার না মানা ইনিংস।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন হাফিজ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।