ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

ওজন কমাবেন আদ্রিয়ানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১
ওজন কমাবেন আদ্রিয়ানো

রিও দি জেনেরিও: চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ ব্রাজিলের ফরোয়ার্ড আদ্রিয়ানো। দীর্ঘদিন বিশ্রামে থাকায় বেশ মুটিয়ে গেছেন।

স্বদেশের ক্লাব কোরিন্থিয়াসের হয়ে মাঠে নামার আগে ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন এই ফুটবলার।

এ বছরের মার্চে ইতারির ক্লাব এএস রোমা থেকে কোরিন্থিয়াসে যোগ দেন আদ্রিয়ানো। এর আগে খেলেন সিরি ‘আ’র আরেক ক্লাব ইন্টার মিলানে। কোরিন্থিয়াসের হয়ে মাঠে নামার আগেই চোটে (অ্যাচিলেস) পড়েন। এজন্য সাইডলাইনে ছিলেন গত পাঁচ মাস। চোটে কাটিয়ে দলের অনুশীলনে যোগ দিলেও ওজন কমানোর ওপর জোর দিচ্ছেন তিনি।

টিভি গ্লোবোকে এক সাক্ষাৎকারে আদ্রিয়ানো বলেন,“আমার মনে হয়, তিন থেকে চার কিলোগ্রাম ওজন কমাতে হবে আমাকে। মাঠে নামতে এখনো বাকি আছে প্রায় একমাস। এজন্য সময় পাবো। ”

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।