ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

মহিলা ফুটবল লিগ পেছালো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১

ঢাকা: মহিলা ফুটবল লিগ ২১ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা থাকলেও সপ্তাহখানেকের জন্য পিছিয়ে যাচ্ছে সেটা। পরিবর্তিত সময় অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাফুফের মহিলা ফুটবল কমিটি।



ওয়াল্টন মহিলা ফুটবল লিগ নামে প্রথম বারের মতো আয়োজিত টুর্নামেন্টটিতে মোট আটটি দল অংশ  নেবে। যদিও ঘরোয়া ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড এতে অংশ নিচ্ছে না।

অংশগ্রহনকারী আট দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ পর্যায়ে সিঙ্গল লিগ পদ্ধতিতে খেলে দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠে আসবে বলে জানিয়েছেন মহিলা কমিটির উপ-সভাপতি মাহফুজা আক্তার কিরণ।

দলগুলো হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন, ভিক্টোরিয়া স্পোর্টিং, ওয়ারী ক্লাব, দিপালী ক্রীড়া সংঘ, ফরাশগঞ্জ স্পোর্টিং ও রহমতগঞ্জ এমএফএস।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।