ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

চোটে পড়েছেন ব্রড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১
চোটে পড়েছেন ব্রড

লন্ডন: কাঁধের চোটের জন্য মাঠের বাইরে চলে গেলেন অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ভারতের বিপক্ষে একদিনের পঞ্চম ও শেষ ম্যাচেও খেলতে পারবেন না ব্রড।



ইসিবির প্রধান মেডিক্যাল কর্মকর্তা নিক পিয়ার্স এক বিবৃতিতে বলেন,“চোটের পরিচর্যার জন্য ব্রডের বিশ্রামের প্রয়োজন। পুরোপুরি সুস্থ হতে তার সময় লাগবে প্রায় সাত সপ্তাহ। ” ভারতের বিপক্ষে একদিনের সিরজের চতুর্থ ম্যাচে চোট পান এই ক্রিকেটার।

টি-টোয়েন্টি অধিনায়ক ব্রড চোটের জন্য খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের শেষ টেস্টে। দশমাস পর আবার চোটআক্রান্ত হলেন তিনি।   এর আগে চোট পেয়েছেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ইয়ন মর্গান।

ভারতের বিপক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর একদিনের সিরিজের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।