ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ন জকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১
নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ন জকোভিচ

নিউ ইয়র্ক: হাঁটু গেড়ে প্রথমে চুমু খেলেন কোর্টে। তারপর দুই হাতে উঁচিয়ে ধরলেন ইউএস ওপেনের সোনালি ট্রফি।

গত বছর শিরোপা জয়ের মুহূর্ত এভাবেই উদযাপন করেছেন রাফায়েল নাদাল। এ মৌসুমে হয়েছে ঠিক উল্টো। তাকে হারিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর নোভাক জকোভিচ।

এ মৌসুমে দারণ সময় পার করছেন সার্বিয়ান তারকা জকোভিচ। ৬৬টি ম্যাচ খেলে হেরেছেন শুধু দুটিতে। নাদালের বিপক্ষে এ বছর খেলেছেন ছয়টি ম্যাচ। জয় পেয়েছেন সব ম্যাচেই। ক্যারিয়ারে চারটি শিরোপা জেতা জকোভিচ, এ বছরই জিতেছেন তিনটি।

ইংল্যান্ডের অ্যান্ডি মারেকে হারিয়ে জেতেন অস্ট্রেলিয়ান ওপেন। উইম্বলডন ও ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন স্প্যানিশ তারকা নাদালকে পরাজিত করে।

উইম্বলডনের ফাইনালে জকোভিচের কাছে পরাজিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে সেটির জবাব দেবেন নাদাল। সবার ধারণা এমনই ছিলো। কিন্তু আগুনে ফর্মে থাকা জকোভিচের বিপক্ষে সুবিধা করতে পারেননি। তাই নেওয়া হয়নি প্রতিশোধ।

প্রথম সেটে নাদালকে ৬-২ গেমে হারান জকোভিচ। পরের সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হলেও ১০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল পরাজিত হন ৬-২ গেমে। তৃতীয় সেটে ৬-৭ (৩/৭) ও চতুর্থ সেটে ৬-১ গেমে সাবেক বিশ্বসেরাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথম বারের মতো ইউএস ওপেনের শিরোপা জেতেন জকোভিচ।

জয়ের পর জকোভিচ বলছিলেন,“এটা অবিশ্বাস, অসাধারণ একটা অনুভূতি। এ বছর দারুণ একটা সময় যাচ্ছে আমার। তবে প্রতিবার আমি যখন নাদালের বিপক্ষে খেলি। সেটা চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করি। দারণ একটা প্রতিযোগিতার জন্য তাকে (নাদাল) ধন্যবাদ জানাই। ”

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।