ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

একগাদা প্র্যাকটিস ম্যাচ খেলবে জাতীয় দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১
একগাদা প্র্যাকটিস ম্যাচ খেলবে জাতীয় দল

ঢাকা: জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের ব্যর্থতার অন্তরালে ম্যাচ প্র্যাকটিসের ঘাটতিকে সামনে নিয়ে আসা হয়েছে অনেকবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকদের মুখেও অনেকবার ম্যাচ প্র্যাকটিসের অভাবের কথা শোনা গেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ শুরুর আগে তাই ম্যাচ প্র্যাকটিসের কোন ঘাটতি রাখতে চায় না বিসিবি।

বিসিবি কাপের খেলা শেষ হলেই একটি চারদিনের ম্যাচ খেলবে জাতীয় দল। বাংলাদেশ লাল এবং বাংলাদেশ সবুজ দলের জার্সিতে বড় দৈর্ঘ্যরে ম্যাচ প্র্যাকটিস করবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। তিন দিনের বিরতি দিয়ে ৩ অক্টোবর একই ভেন্যুতে দিবারাত্রির ওয়ানডে ম্যাচ খেলবে এ দলের বিপক্ষে।

পরের দিন ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া মাঠ প্রস্তুতের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে ছেড়ে দিতে হবে। ওই সময়ে বিকেএসপিতে ৬ অক্টোবর ওয়নডে ম্যাচ এবং ৮ অক্টোবর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

কোচের পরিকল্পনা মতো আপাতত বিসিবির গ্রাউন্ডস কমিটির সঙ্গে আলোচনা করে জাতীয় দলের জন্য এই সূচি তৈরি করেছে ক্রিকেট পরিচালনা বিভাগ।

যদিও ৭ এবং ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ দল দুটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মূল সিরিজ শুরু হবে ১১ অক্টোবর দিবারাত্রির টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। একই ভেন্যুতে ১৩ ও ১৫ অক্টোবর দিবারাত্রির দুটি ওয়ানডে খেলে চট্টগ্রামে যাবে উভয় দল। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে খেলবে ১৮ অক্টোবর।

চট্টগ্রামে ২১ থেকে ২৫ অক্টোবর প্রথম টেস্ট খেলার পর ঢাকায় শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad