ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ড্র

পাল্লেকেলে: অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ার্ন-মুরালিধরন ট্রফির দ্বিতীয় টেস্টটি নিষ্প্রাণ ড্র হয়েছে। বৃষ্টি বিঘিœত পঞ্চম দিনে মাত্র ৩৫.৩ ওভার খেলা হয়।



শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ১৭৪ ও দ্বিতীয় ইনিংস: ৩১৭/৬ (১১৪.৩ ওভার)
অস্ট্রেলিয়া:  প্রথম ইনিংস ৪১১/৭ ডি.

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের দুই উইকেটে ২২৩ রান নিয়ে পুনরায় ব্যাট করতে নামে স্বাগতিকরা। কিন্তু বারবার বৃষ্টির বাগড়ার কারণে খেলা এগোতে পারছিল না। পঞ্চমদিনে মধ্যাহ্ন ভোজের পর দ্বিতীয় দফা বৃষ্টির হানা দেওয়ার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩১৭ রান। এ সময় স্বাগতিকরা অস্ট্রেলিয়ার চেয়ে ৮০ রানে এগিয়ে থাকে। হাতে ছিল আরো চারটি উইকেট। বৃষ্টির কারণে বল আর মাঠে না গড়ানোয় ড্র মেনে নেয় উভয় পক্ষই।

সিরিজে তৃতীয় টেস্টটি হবে কলম্বোয়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর, ২০১১




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।