ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ন্যাটওয়েস্ট সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১
ন্যাটওয়েস্ট সিরিজ ইংল্যান্ডের

লন্ডন: ভারতের বিপক্ষে ন্যাটওয়েস্ট সিরিজের চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে নাটকীয় ড্র হলেও সিরিজ জিতেছে স্বাগতিক ইংল্যান্ড।

লর্ডসে ভারতের দেয়া ২৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে জয়ের পথেই ছিল ইংল্যান্ড।

৪৮.৫ ওভারে ২৭০ রান তুলে স্বাগতিকরা। কিন্তু শেষদিকে বৃষ্টি ম্যাচটি পন্ড করে দেয়। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিনুযায়ী ম্যাচটি টাই হয়। মাত্র এক রানের জন্য জয় পায়নি ইংলিশরা। সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টি ভাসিয়ে নেওয়ায় ইংল্যান্ড ২-০ ব্যবধানে সিরিজ জেতে।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। সুরেশ রায়না ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে ২৮০ রান সংগ্রহ করে ভারত।

সর্বোচ্চ ৮৪ রানের ইনিংসটি খেলেন রায়না। এছাড়া ধোনির ব্যাট থেকে আসে ৭৮ রান।

স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ান প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে রবি বোপারার ৯৬ ও ইয়ান বেলের ৫৪ রানের সুবাদে ৪৮.৫ ওভারে ইংল্যান্ড আট উইকেট হারিয়ে করে ২৭০ রান। উইকেটে ছিলেন স্টিভেন ফিন ও জেমস অ্যান্ডারসন।

তিনটি উইকেট দখল করেন আর পি সিং। এছাড়া একটি করে উইকেট নেন প্রভীন কুমার, মুনাফ প্যাটেল, রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রান অশ্বিন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর, ২০১১








বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।