ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

সিরিজ জয় পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১
সিরিজ জয় পাকিস্তানের

হারারে: এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে (২-০) সিরিজ জিতেছে পাকিস্তান। একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ হাফিজের শতক ও ইমরান ফরহাতের অর্ধশতকে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়েছে মিসবাহ উল হকের দল।



জিম্বাবুয়ে: ২২৫/৬ (৫০ ওভার)
পাকিস্তান: ২২৮/০ (৪২.১ ওভার)
ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী

হারারে স্পোর্টস ক্লাবে প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ২২৫ রান তুলে জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজা ৬৮ ও  অধিনায়ক ব্রেন্ডন টেলর ৫০ রান করেন। ৩৩ রানে দুটি উইকেট নেন সোহেল তানভির।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটেই গন্তব্যে পৌঁছায় পাকিস্তান। মোহাম্মদ হাফিজ করেন অপরাজিত ১৩৩ রান। ৭৫ রানের হার না মানা ইনিংস খেলেন সতীর্থ ইমরান ফরহাত।

সফরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও জিতেছে পাকিস্তান। এবার তিন ম্যাচ একদিনের সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে তারা।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।