ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

অধিনায়ক নির্বাচনের প্রতিযোগিতা বিসিবি কাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১
অধিনায়ক নির্বাচনের প্রতিযোগিতা বিসিবি কাপ

ঢাকা: জাতীয় দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের নাম বেশ কিছুদিন হয় মানুষের মুখে মুখে ফিরছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদেরও পছন্দের তালিকায় আছেন মুশফিকুর।

মাহমুদ উল্লাহ রিয়াদকে সহ-অধিনায়ক হিসেবে বিসিবির প্রথম পছন্দ।

তারই মহড়া হয়ে যাচ্ছে বিসিবি কাপ ক্রিকেটে। প্রতিযোগিতায় জাতীয় দলের অধিনায়ক করা হয়েছে মুশফিকুরকে। তার সহযোগী হিসেবে থাকবেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

মাহমুদউল্লাহকে ‘এ’ দলের নেতা এবং জুনায়েদ সিদ্দিককে সহকারী অধিনায়ক করা হয়েছে। দল পরিচালনার দক্ষতা এবং গ্রহণযোগ্যতা পর্যবেক্ষণ করে হয়তো সেরা দুইজনকে বেছে নেওয়া হবে।

যদিও বিসিবি কর্মকর্তাদের কেউ মুখ খুলছেন না অধিনায়কের বিষয়ে। আসলে অধিনায়কের বিষয়টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের দল ঘোষণা পর্যন্ত চমক হিসেবে রেখে দিতে চায় বিসিবি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।