ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

হল্যান্ডের হকি বিশেষজ্ঞ বার্ট ঢাকায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১
হল্যান্ডের হকি বিশেষজ্ঞ বার্ট ঢাকায়

ঢাকা: স্থানীয় হকির উন্নয়নে সহায়তার লক্ষ্যে ন্যাশনাল হকি ডেভলপমেন্ট স্ট্রাকচার প্রোগ্রাম পরিচালনা জন্য ঢাকায় এসেছেন হল্যান্ডের হকি বিশেষজ্ঞ বার্ট বান্নিক।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রেরিত এফআইএইচ এই কোচ শনিবার সন্ধ্যায় বাংলাদেশে এসে পৌঁছেন।

রোববার থেকে পাঁচ দিনের জন্য স্থানীয় কোচদের আধুনিক কলাকৌশলের উপর একটি কোর্স পরিচালনা করবেন তিনি। এছাড়া উদীয়মান খেলোয়াড়দেরও প্রশিক্ষণ দেবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ফেডারেশনের এক কর্মকর্তা জানান, তাকে জাতীয় হকি দলের দায়িত্ব দেবার চিন্তা-ভাবনা চলছে। কিন্তু পারিশ্রমিক চাহিদা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যবধান বেশি হওয়ায় এ বিষয়ে ধীরে এগোচ্ছে ফেডারেশন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।