ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

বার্সার ড্র, জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১
বার্সার ড্র, জয় রিয়ালের

মাদ্রিদ: স্পেনের লা লিগায় হোঁচট খেয়েছে চ্যাম্পিয়ন বার্সেলোনা। কাতালানদের ২-২ গোলে রুখে দিয়েছে রিয়াল সোসিয়েদাদ।

বার্সা পয়েন্ট ভাগাভাগি করলেও জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। হোসে মরিনহোর শিষ্যরা ৪-২ ব্যবধানে হারিয়েছে গেটাফেকে।

সোসিয়েদাদের মাঠে ১০ মিনিটে বার্সাকে এগিয়ে নেন জাভি হার্নান্দেজ। আলেক্স সানচেজের বাড়িয়ে দেওয়া বলে নিশানাভেদ করেন জাভি। এক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্যাব্রিগাস। এই অর্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

ইতালির ক্লাব এসি মিলানের বিপক্ষে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে বার্সা। কোচ পেপ গার্দিওলা তাই বিশ্রামে রেখে ছিলেন লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তাকে। বিরতির পর দ্রুত পরিবর্তন হয় দৃশ্যপটের। গোল শোধে মরিয়া স্বাগতিকরা ব্যবধান কমায় ৫৯ মিনিটে। দুই মিনিট পর গ্রিয়েসমানের গোলে সমতায় ফেরে সোসিয়েদাদ।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ছন্দপতন ঘটে বার্সার। খেলায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ৬৩ মিনিটে মেসি ও ৮০ মিনিটে ইনিয়েস্তাকে মাঠে নামান কোচ। শেষপর্যন্ত স্বাগতিকদের রক্ষণদুর্গ ভাঙ্গতে পারেননি তারা। তাই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় চ্যাম্পিয়নদের।

বার্সা ড্র করলেও রীতিমতো গোলউৎসব করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে করিম বেনজেমার জোড়া গোলে তারা ৪-২ ব্যবধানে জিতেছে গেটাফের বিপক্ষে। ১৪ মিনিটে গোল করেন বেনজেমা। ৩৯ মিনিটে সেটি পরিশোধ করেন গেটাফের ফেদোর।

৬০ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে জালে বল জড়ান পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। নয় মিনিট পর রোনালদোর পাস থেকে প্রতিপক্ষের জালে দ্বিতীয়বার বল পাঠান ফ্রান্স ফরোয়ার্ড বেনজেমা। ৭৪ মিনিটে সফরকারীদের পক্ষে আরেকটি গোল শোধ করেন ফেদোর।

রেফারির শেষবাঁশি বাজার ঠিক দুই মিনিট আগে গেটাফের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন গঞ্জালো হিগুয়েন। এই গোলের যোগানদাতা ছিলেন ব্রাজিলের তারকা খেলোয়াড় কাকা।

এদিকে দশজনের দল নিয়েও ভিয়ারিয়াল ২-২ গোলে ড্র করেছে সেভিয়ার সঙ্গে। দুই ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬। সমান পয়েন্ট ভ্যালেন্সিয়ারও। বার্সার সংগ্রহ ৪ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।