ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

যুব কমনওয়েলথ গেমসে পাপিয়ার সাফল্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১

ঢাকা: লন্ডনে যুব কমনওয়েলথ গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে নাম লিখিয়েছেন গত জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতার দ্রুততম মানবী পাপিয়া রানী সরকার। সেমিফাইনালে নাম লেখাতে তিনি সময় নিয়েছেন ১২.৬৬ সেকেন্ড।



প্রথম দিনে পাপিয়ার মতোই লড়াইয়ে নেমে ছিলেন সাঁতারু অনিক ইসলাম, সোনিয়া আক্তার টুম্পা ও বক্সার রিয়াদ হোসেন। ৫০ মিটার বাটার ফ্লাইয়ে অনিক ২৬.৯৭ সেকেন্ড সময় নিয়ে নিজের গ্রুপে তৃতীয় হয়েছেন। মেয়েদের একই ইভেন্টে টুম্পা ৩২.২৭ সেকেন্ড সময় নিয়েছেন। বক্সিংয়ে রিয়াদ হোসেন জাম্বিয়ার প্রতিযোগির বিপক্ষে হেরে গেছেন।

গত ৭ সেপ্টেম্বর ইংল্যান্ডে শুরু হয় যুব কমনওয়েলথ গেমসের চতুর্থ আসর।

বাংলাদেশ সময়: ২০৩০, সেপ্টেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।